ভালুকায় সৎছেলের হাতে বাবা খুন!

গাছকাটা নিয়ে বিরোধের জের ধরে ময়মনসিংহের ভালুকা উপজেলায় সৎছেলের হাতে বাবা খুন হয়েছেন বলে জানা গেছে। নিহতের নাম নুরুল হক (৪৮)।
আজ শুক্রবার বিকেলে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের চেঁচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, দ্বিতীয় স্ত্রীর আগের তরফের ছেলে জুয়েলের জায়গা থেকে একটি একাশিয়া গাছ কাটেন নূরুল হক। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জুয়েল নুরুল হককে কুপিয়ে গুরুতর আহত করেন। আহত নুরুল হককে প্রথমে ভালুকা ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।