কুষ্টিয়ায় মাটি খুঁড়ে পাওয়া গেল ৪৮ গোখরা

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাটি খুঁড়ে ৪৮টি বিষধর গোখরা সাপ ধরা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার চুনিয়াপাড়া এলাকার শ্রী অসিম কুমার বিশ্বাসের বাড়ি থেকে ওই সাপগুলো উদ্ধার করা হয়।
বাড়ির মালিক অসিম কুমার জানান, দুপুরে ঘরের মেঝেতে একটি সাপ দেখা যায়। এরপর স্থানীয় সাপুড়ে গফুর আলীকে ডেকে আনা হয়। প্রায় এক ঘণ্টা সময় ধরে মাটি কাটার পর ঘরের মেঝে এক জায়গায় ২৫টি এবং বাড়ির আরেক জায়গায় আরো ২৩টি সাপ পাওয়া যায়।
এ বিষয়ে সাপুড়ে গফুর আলী জানান, অসিমের বাড়িতে মনসা পুজা হতো। ধারণা করা হচ্ছে সেই কারণে এবং বাড়িটি মাটির দেয়াল থাকায় সেখানে গোখরা সাপ বাস করে আসছে।
এদিকে, অসিমের বাড়িতে সাপ পাওয়ার খবর পেয়ে স্থানীয় পাড়া-প্রতিবেশী ও গণমাধ্যমকর্মীরা ভিড় করে।
এর আগেও কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় সাপ উদ্ধার হয়েছে। এতে এসব এলাকার মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।