নির্বাচনে অংশ নেওয়া ছাড়া বিএনপির বিকল্প নেই : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচনে অংশ নেওয়া ছাড়া বিএনপির কোনো বিকল্প নেই। নির্বাচন নিয়ে অরাজকতার চেষ্টা করলে বিএনপিই ক্ষতিগ্রস্ত হবে।
আজ শনিবার বনানীতে জার্মানভিত্তিক ইন্টেলিজেন্ট কিচেন ও ফার্নিচার সলিউশন ‘হেটিক’ অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধনের সময় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, আগামী নির্বাচন নির্ধারিত সময়েই হবে। সেই নির্বাচন হবে ক্ষমতাসীন দলের অধীনেই। সহায়ক সরকার কোনো গণতান্ত্রিক দেশে নেই, তাই বাংলাদেশেও এর কোনো সুযোগ নেই। যে যত কথাই বলুক, সংবিধান অনুযায়ীই দেশে নির্বাচন হবে।
সরকারের বিরুদ্ধে কিছু করার ক্ষমতা বিএনপির নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, কেউ গোলযোগের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। দেশের উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ক্রয়ক্ষমতা বাড়ায় দেশের মানুষ আধুনিক জীবনযাত্রায় ঝুঁকছে। আর সে কারণেই বিশ্বের বৃহৎ ব্র্যান্ডগুলো বাংলাদেশে তাদের বাজার তৈরিতে এগিয়ে এসেছে। অত্যাধুনিক হেটিক পণ্য দেশের মানুষের জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।
অনুষ্ঠানে আমদানিকারক প্রতিষ্ঠান ফ্রেস এক্সপোর্ট-ইম্পোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালাক ও শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রকৌশলী তৌহিদুর রহমান বলেন, হেটিক পণ্য ব্যবহার করে দেশবাসী আধুনিক জীবনযাত্রার স্বাদ পাচ্ছে। পাশাপাশি আজীবন ভাবনাহীন কাটানোর সুযোগ পাচ্ছে।