ময়মনসিংহে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৬০

ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ৬০ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে মাদকসহ বিভিন্ন অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামিও রয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম এ তথ্য দিয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ১২ থানা থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের তালিকায় শীর্ষে রয়েছে কোতোয়ালি মডেল থানা। দ্বিতীয় স্থানে রয়েছে ঈশ্বরগঞ্জ ও নান্দাইল এবং তৃতীয় স্থানে ত্রিশাল থানা।
জেলা পুলিশ জানিয়েছে, কোতোয়ালি থানায় ১৪, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থানায় নয়জন করে ১৮ জন, ত্রিশাল থানায় ৫, ফুলবাড়ীয়া, ধোবাউড়া, হালুয়াঘাট ও তারাকান্দা থানায় চারজন করে ১৬ জন, গফরগাঁও ও পাগলা থানায় তিনজন করে ছয়জন এবং ভালুকা থানায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গৌরীপুর থানা পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গ্রেপ্তারদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান পুলিশ সুপার।