নেত্রকোনায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় কেক কেটে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে এনটিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রেসক্লাব হলরুম মিলনায়তনে কেক কেটে এনটিভির আগামী দিনের পথচলার শুভ কামনা করেন অতিথিরা।
জেলা প্রেসক্লাব সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান।
এনটিভির প্রতিনিধি ভজন দাসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডার নুরুল আমিন, জেলা প্রেসক্লাব সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনিসুর রহমান, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, বাসস প্রতিনিধি এম ফকরুল হক, প্রেসক্লাব সাবেক সম্পাদক এম মোখলেছুর রহমান খান, নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক খানে আলম খান।
এ সময় এনটিভির প্রতিষ্ঠাকালীন নেত্রকোনা জেলা প্রতিনিধি আমেরিকা প্রবাসী আবুল বাশার স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, দিলওয়ার খান, জনকণ্ঠের প্রতিনিধি সঞ্জয় সরকার, সময় টিভির প্রতিনিধি আলপনা বেগম, বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসেন, বিটিভির প্রতিনিধি শিমুল মিলকী, প্রথম আলোর প্রতিনিধি পল্লব চক্রবর্তী, মাইটিভির প্রতিনিধি আনিসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ১৫ বছর পদার্পণে এনটিভির সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌরসভার মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, আওয়ামী লীগ নেতা নূর খান মিঠু, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আশরাফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আনোয়ারুল হক, জেলা রেড ক্রিসেন্ট সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাকি প্রমুখ।