কুস্তি খেলে মিলল রঙিন টেলিভিশন

প্রতিবছরের মতো এ বছরও নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের দরিজাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। দরিজাগী গ্রামের বিখ্যাত কুস্তিগীর সমেশ মালের নামে সমেশ মাল স্মৃতি সংসদ শুক্রবার বিকেলে এই কুস্তি প্রতিযোগিতার আয়োজন করে।
চতুর্থবারের মতো এই কুস্তি প্রতিযোগিতায় নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার ৬৮ জন খেলোয়াড় তিন ক্যাটাগরিতে কুস্তি খেলায় অংশ নেন। বিকেল ৩টা বাজার আগেই দর্শকে খেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেক দর্শককে স্কুলে ছাদে ও আশপাশের গাছে উঠে খেলা দেখতে দেখা যায়। কুস্তি প্রতিযোগিতায় এবার আলী আমজাদ মাল চ্যাম্পিয়ন হন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন আলী আমজাদ মালের হাতে প্রথম পুরস্কার একটি রঙিন টেলিভিশন তুলে দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
এ সময় জাতীয় উশু ফেডারেশনের সভাপতি শামীম খান টিটো, নেত্রকোনা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক সাইফ খান বিপ্লব, ফুটবলার অমিত খান শুভ্র, জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনি, চল্লিশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বার ফকির, সাবেক চেয়ারম্যান মাহবুবুল মজিদ, সমেশ মাল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মো. শহিদ মিয়া ও আবদুর রশিদ তালুকদার উপস্থিত ছিলেন।