খালেদা জিয়ার জন্য নির্বাচন থেমে থাকবে না : তোফায়েল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য আগামী নির্বাচন থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই সেই নির্বাচন হবে বলেও জানান তিনি।
আজ বুধবার ঈদের পরে সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তোফায়েল আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আপনারা ডায়েরিতে লিখে রাখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবে। কারণ, নির্বাচনে অংশগ্রহণ না করার বিকল্প তাঁর সামনে কিছু নেই। তিনি (খালেদা জিয়া) বলেছেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন করবেন না। এটা তাঁর ব্যাপার। কিন্তু নির্বাচন থেমে থাকবে না। নির্বাচন হবেই, গ্রহণযোগ্য নির্বাচনই তো হবে, অবাধ এবং নিরপক্ষে নির্বাচনই হবে।’
তোফায়েল আহমেদ বলেন, ‘সহায়ক মানে কী? মানে সাহায্য করা। নির্বাচন কমিশনকে সাহায্য করণের সহায়ক। সুতরাং এই সরকারই সহায়ক সরকারের ভূমিকা পালন করবে। অন্য কোনো সরকার এখানে এসে সহায়ক সরকারের ভূমিকা পালন করার কোনো সুযোগ নাই।’
সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ইলেকশন কমিশনের অধীনেই তখন ইলেকশন হবে। এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে তখনকার জনপ্রশাসন, এ দুটা কিন্তু সরকারের কাছে থাকবে না। ডিসি (জেলা প্রশাসক), এসপিদের (পুলিশ সুপার) দায়িত্ব-কর্তব্য তখন ন্যস্ত হবে ইলেকশন কমিশনের অধীনে। শেখ হাসিনার সরকারের দায়িত্ব নির্বাচন কমিশনকে সহায়তা করা, তখন এই সরকারই সহায়ক সরকারের ভূমিকা পালন করবে।’
বিকল্প সহায়ক সরকারের দাবিতে আন্দোলন করে বিএনপির কোনো লাভ হবে না বলেও মনে করেন আওয়ামী লীগের প্রভাবশালী এই দুই নেতা।