‘বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে রাজনীতি করব না’

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে রাজনীতি করব না। তাদের সঙ্গে রাজনীতি চলে না। যারা আওয়ামী লীগে থেকে নৌকার বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। তাদের সঙ্গেও আমাদের রাজনীতি করা সম্ভব না।’
আজ রোববার বিকেলে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের তেনুয়া গ্রামে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন আহমদ হোসেন।
যারা গ্রামে বিদ্যুৎ সংযোগের নামে টাকা নেয়, চাকরির নামে টাকা নেয়, এলাকার উন্নয়ন না করে নিজেদের পকেট ভারি করে, যারা গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলে থেকে নৌকার বিরোধিতা করেছে তাদের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান আহমদ হোসেন। তাদের সঙ্গে রাজনীতি না করার ঘোষণা দেন তিনি।
পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি দেবশংকর রায় দেবু, আওয়ামী লীগ নেতা-আসাদুজ্জামান তালুকদার নয়ন, তরুণ আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুজ্জামান তালুকদার মোশারফ, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান খোকন, নয়ন ফকির।