বাস-লেগুনা সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশের কাজে ব্যবহৃত একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক পুলিশ কনস্টেবলসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই পুলিশ সদস্য।
আজ বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কনস্টেবল মনির হোসেন ও লেগুনাচালক জাহাঙ্গীর মিয়া। আহত হয়েছেন রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম সাইদুজ্জামান ও কনস্টেবল দ্বীন ইসলাম।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এসআই এ কে এম সাইদুজ্জামানসহ পুলিশ সদস্যরা একটি লেগুনা গাড়ি নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে টহল দিচ্ছিলেন। দুপুরে তিশা পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ওই লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল মনির ও চালক জাহাঙ্গীর নিহত হন। গুরুতর আহত হন এসআই এ কে এম সাইদুজ্জামান ও কনস্টেবল দ্বীন ইসলাম। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ সুপার মঈনুল হকসহ পুলিশের অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।