প্রধানমন্ত্রীর ছবিকে ব্যঙ্গ করার অভিযোগে গ্রেপ্তার ২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গ ও অশ্লীল করে ফেসবুকে দেওয়া ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গতকাল সোমবার সদর উপজেলার ফতুল্লা থানার ইসদাইর এলাকা থেকে তথ্য ও প্রযুক্তি আইনে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
আটক দুই ব্যক্তির নাম জসিম উদ্দিন ও মেহেদী হাসান। উভয়ে ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে জানিয়েছে ডিবি পুলিশ।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া দুজন শিবির কর্মী। তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর অশ্লীল ছবি পোস্ট ও মন্তব্য করে ব্যাপকভাবে অপপ্রচার করেছেন। তাঁদের কাছ থেকে আরো তথ্য জানার জন্য দুজনকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।