চট্টগ্রামে শ্রীলঙ্কার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসিতে অধ্যয়নরত শ্রীলঙ্কার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গত রোববার রাতে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ওই ছাত্রী।
ঘটনার পরের দিন সোমবার রাতে খুলশী থানায় মামলা করেন ইউএসটিসির চিকিৎসা অনুষদের পঞ্চম বর্ষের ছাত্রী। সেই মামলার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সকালে ‘খুলশী মার্ট’ নামের চেইন সুপারশপের কর্মচারী আরিফুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই ছাত্রীর বরাত দিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, খুলশী মার্টে বাজার করার সুবাদে আরিফের সঙ্গে পরিচয় হয় ওই ছাত্রীর। রোববার সন্ধ্যায় নগরীর বিনোদনকেন্দ্রে ফয়’স লেকের হিলভিউ হোটেলে তাঁকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন আরিফ। এ ঘটনার পর তাঁর করা মামলায় পুলিশ আরিফুরকে গ্রেপ্তার করে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন জানান, ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
ওসি আরো জানান, গ্রেপ্তার আরিফের বাড়ি পঞ্চগড় সদর এলাকায়। আজ দুপুরে তাঁকে চট্টগ্রামের আদালতে তোলা হয়। পরে চট্টগ্রামের মহানগর হাকিম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।