ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের কৃষক লীগের ত্রাণ

নেত্রকোনার আটপাড়া ও মদন উপজেলার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে জেলা কৃষক লীগ। আজ রোববার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষক লীগের জেলা সভাপতি কেশব রঞ্জন সরকার।
গত ৪ জুন ঘূর্ণিঝড়ে মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী গ্রাম ও আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত হয় সহস্রাধিক ঘরবাড়ি ও গাছপালা; ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি। ঝড়ে গাছচাপায় নিহত হন এক নারী। এখনো বিদ্যুৎহীন রয়েছে অনেক গ্রাম।
ত্রাণ বিতরণকালে নেতারা ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন। এ সময় কৃষক লীগ সভাপতি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। এ সরকারের আমলে বন্যাদুর্গত এলাকায় কেউ না খেয়ে থাকেনি। এ এলাকায়ও কোনো লোক না খেয়ে থাকবে না।
কৃষক লীগ নেতা জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার ৮৪০ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। সরকারিভাবে তাঁদের সহযোগিতা করা হবে। ঝড়ে যাঁরা ঘরবাড়ি হারিয়েছেন, যাঁরা এখনো খোলা আকাশের নিচে বসবাস করছেন, তাঁদের ঘরবাড়ি নির্মাণে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা দেওয়া হবে।