দেশে লোডশেডিং নেই : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে কোনো লোডশেডিং নেই।
আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান প্রমুখ।
প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক মন্ত্রীর উদ্দেশে বলেন, সারা দেশে বিদ্যুতের লোডশেডিং মারাত্মক আকার ধারণ করেছে। জবাবে মন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী, দেশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কোথাও কোথাও একটু সমস্যা থাকতে পারে। তবে এই সমস্যা কাটিয়ে ওঠা যাচ্ছে।
সাংবাদিকদের প্রশ্ন ছিল চালের দাম ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। জবাবে অর্থমন্ত্রী বলেন, চালের দাম কিছুটা বেড়েছে। তবে শিগগিরই সহনীয় মাত্রায় চলে আসবে।
দেশে ভিক্ষুকের সংখ্যা কম, তাই ভিক্ষাবৃত্তি কমানোর জন্য বাজেটে কোনো বরাদ্দ নেই বলে জানান অর্থমন্ত্রী।
যেদিন বাজেট উপস্থাপন করা হলো সেদিনই গ্যাসের দাম বাড়াল হলো—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মুহিত বলেন, ‘গ্যাসের দাম বাড়াইনি, আগে যা ছিল তাই আছে।’
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এবারের বাজেটের আকার চার লাখ ২৬৬ কোটি টাকার।