কুপিয়ে ও মরিচের গুঁড়া ছিটিয়ে ১২ লাখ টাকা লুট

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় রাস্তায় ব্যারিকেড দিয়ে ১২ লাখ টাকা লুট করেছে ডাকাতরা। আজ বৃহস্পতিবার উপজেলার লঙ্গুরপুল নামক স্থানে মৌলভীবাজার-কুলাউড়া সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজনগর চা-বাগানের ব্যবস্থাপকসহ চারজন আহত হয়েছেন।
পুলিশ ও চা-বাগান সূত্রে জানা যায়, আজ বেলা পৌনে ৩টার দিকে মৌলভীবাজার সাউথ ইস্ট ব্যাংক থেকে রাজনগর চা-বাগানের ব্যবস্থাপক চা-শ্রমিকদের মজুরির ১২ লাখ টাকা উত্তোলন করেন। বাগানের একটি গাড়িতে করে তাঁরা রাজনগর উপজেলার লঙ্গুরপুল নামক স্থানে পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাঁদের গাড়ির গতি রোধ করে রাস্তা ব্যারিকেড দেয়। এ সময় পিকআপ ভ্যান থেকে নেমে চার-পাঁচজন ও দুটি মোটরসাইকেল থেকে ছয়জন নেমে এলোপাতাড়ি কুপিয়ে ও মরিচের গুঁড়া ছিটিয়ে ১২ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।
এ ঘটনায় চা-বাগানের ব্যবস্থাপক রিজওয়ানুল হক, গাড়িচালক বাবুল পাচি, বাগানের স্টাফ আবুল হাসনাত খান ও রাম গোপাল গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎক তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।