চার মামলায় রিজভীর জামিন

হরতালে গাড়ি ভাঙচুর ও নাশকতার চারটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব মামলায় তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
আজ বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আগামী চার সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
এ বিষয়ে অ্যাডভোকেট জয়নুল আবেদীন এনটিভি অনলাইনকে বলেন, রুহুল কবির রিজভীর বিরুদ্ধে সরকার উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মিথ্যা মামলা করেছে। এসব মামলার মধ্যে তাঁকে চারটি মামলায় আদালত জামিন দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, গত জানুয়ারি মাসে সরকারবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মিরপুর ও পল্লবী থানায় নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে এ চারটি মামলা করা হয়। মামলায় রিজভীকে প্রধান আসামি করা হয়।এসব মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হলে তাঁর বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করেন রুহুল কবির রিজভী। শুনানি শেষে তাঁকে চারটি মামলায় জামিন দেওয়া হয়।
বিএনপির এ যুগ্ম মহাসচিবের বিরুদ্ধে মোট ১৭টি মামলা করা হয়। এর মধ্যে নয়টি মামলায় জামিন পেয়েছেন তিনি।