হাওর এলাকায় দ্রুত ফসল ঘরে তোলার উদ্যোগ সরকারের

ধান চাষের সময় কমিয়ে এনে হাওর এলাকায় ফসল কেটে দ্রুত ঘরে তোলার জন্য বিনামূল্যে রাইস প্লান্টার ও রিপার যন্ত্র সরবরাহের প্রকল্প হাতে নিয়েছে সরকার। আর এতে ব্যয় হবে ১০ কোটি ৬০ লাখ টাকা।
আজ বুধবার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ প্রকল্পের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি ‘হাওর এলাকায় ধানের চারা রোপণ, কর্তন ও সংগ্রহ করে সর্বোচ্চ ফসল উৎপাদন করার জন্য বিশেষ প্রণোদনা কার্যক্রম’ ঘোষণা করেন।
কৃষিমন্ত্রী বলেন, এ প্রকল্পের আওতায় হাওর এলাকার প্রতি ইউনিয়নে একটি করে মোট ২৭৫টি রিপার বিতরণ করা হবে। এ ছাড়া বাছাই করা ১০০টি ইউনিয়নে একটি করে রাইস প্লান্টার দেওয়া হবে। তিনি জানান, এ কর্মসূচির আওতায় প্রায় এক হাজার কৃষক, ৪২০ জন মেকানিক, ৫০০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) এবং ৬০ জন কৃষি কর্মকর্তাকে যন্ত্রগুলো ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।
মতিয়া চৌধুরী জানান, হাওর এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত কৃষকদের এসব যন্ত্র বরাদ্দ দেওয়া হবে। বরাদ্দ দেওয়া যন্ত্রগুলো উপজেলা কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়নের তত্ত্বাবধানে থাকবে।
এ সময় মন্ত্রী বলেন, নানা ধরনের প্রতিকূলতায় প্রতিবছর ধানের চারা রোপণ ও এর পর ধান পাকলে তা কাটতে দেরি হয়ে যায়। ফলে বন্যাকবলিত হয়ে এসব হাওর এলাকার ফসল নষ্ট হয়ে যায়। এতে করে কৃষক ক্ষতির সম্মুখীন হন। তিনি বলেন, এসব যন্ত্র ব্যবহারের ফলে চারা রোপণ ও কর্তন দ্রুত হবে। ফলে বন্যার আগেই ফসল ঘরে উঠবে।
ফসলের এই যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন ব্যয় ও ফসল ফলানোর সময়কাল কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী।