ময়মনসিংহে যুবককে কুপিয়ে খুন

ময়মনসিংহ সদর উপজেলায় জুয়েল মিয়া (২৩) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রহমতপুর বাজারে জুয়েলের ওপর হামলা চালানো হয়। অবস্থা গুরুতর হলে জুয়েলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয় হয়। রাত ১১টার দিকে রাস্তায়ই মৃত্যু হয় তাঁর।
নিহত জুয়েলের মামা নায়েব আলী জানান, শুক্রবার সন্ধ্যায় ১২-১৩ জন সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে জুয়েলকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, এ ঘটনায় শুক্রবার রাতেই নিহত জুয়েলের মা হাজেরা খাতুন বাদী হয়ে ১৩ জনসহ অজ্ঞাতপরিচয় আরো আট থেকে ১০ জনকে আসামি করে একটি মামলা করেন। পরে পুলিশ কামরুল ও মিল্টন নামের দুজনকে গ্রেপ্তার করে।