নেত্রকোনায় আওয়ামী লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনার আটপাড়া উপজেলার আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে আটপাড়া উপজেলা পরিষদের সামনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার শুনই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক শুনই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফেরদৌস রানা আঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক আবু নাসের তালুকদার মিলু, আওয়ামী লীগ নেতা কামাল হোসেনসহ উপজেলা যুবলীগের আহ্বায়ক, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সব সহযোগী সংগঠনের নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি নামধারী সন্ত্রাসী নয়ন ও তাঁর সহযোরীরা আওয়ামী লীগ নেতা ফারুককে কুপিয়ে আহত করে। এ ছাড়া নয়নের বিরুদ্ধে ধর্ষণসহ খুনের অভিযোগে একাধিক মামলা রয়েছে। অবিলম্বে নয়নসহ এ হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
আহত আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ আশঙ্কজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।