‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মাথায় হাত দেবেন না’

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের দাবি শুনে মাথায় হাত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা দেখে বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীকে মাথায় হাত না দেওয়ার অনুরোধ করেন।
আজ সোমবার জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় সংসদে হাস্যরসের সৃষ্টি হয়।
আজ বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে রওশন এরশাদ দেশের শিক্ষা খাতে বাজেট বাড়ানোর কথা বলেন। সেই সঙ্গে তিনি বলেন, সেশনজটের কারণে অনেক শিক্ষার্থীর বয়স বেড়ে যাওয়ায় চাকরিতে আবেদনের জন্য হাতে কম সময় থাকে। এ জন্য চাকরির বয়সসীমা বাড়ানো দরকার।
বিরোধীদলীয় নেতা বলেন, ‘গত কয়েক বছর ধরে সেশনজটে অনেক ছেলেমেয়ের সময় নষ্ট হয়ে গেছে। জীবনের সময় নষ্ট হয়ে গেছে, সে জন্য তাদের সরকারি চাকরির সময়সীমা-বয়সসীমা বেড়ে যাচ্ছে। এটা যদি ৩০ বছর থেকে নিয়ে ৩৪-৩৫ বছরে করা যায়...।’
রওশন এরশাদের এ দাবি শুনে প্রধানমন্ত্রী মাথায় হাত দেন। তা দেখে বিরোধীদলীয় নেতা হেসে বলেন, ‘ না, না, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মাথায় হাত দেবেন না।’
প্রধানমন্ত্রী উদ্দেশে রওশন এরশাদ বলেন, ‘এটা বিবেচনা করার জন্যই বলতেছি। যদি একটু বেশি করা যায়, তাহলে কিন্তু ভালো হয়। কারণ অনেকেই এই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কারণ সেশনজটে তাদের জীবনটা আটকা পড়ে গেছে। তাদের সময় নষ্ট হচ্ছে। সেই লক্ষ্যে আমি মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি অনুরোধ জানাচ্ছি, তারা এই বিষয়টি বিবেচনা করে দেখবেন। তাদের এ সেশনজটের কারণে তাদের জীবন যেন নষ্ট না হয়ে যায়।’
একই সঙ্গে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিতেও অনুরোধ জানান রওশন এরশাদ।