মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যবসায়ীর লাশ উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা থেকে জসিম মোল্লা (৩০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার বেলা সোয়া ১১ টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের কাজলকুড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জসিম মোল্লা ওই এলাকার খোরশেদ মোল্লার ছেলে। দৌলতপুর উপজেলার গালা বাজারে টিভি মেরামতের একটি দোকান ছিল তাঁর। এ ছাড়া তিনি ক্যাবল ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।
জসিম মোল্লার এক প্রতিবেশী জানান, গত শনিবার রাত ১০টার দিকে মুঠোফোনে কল এলে ঘর থেকে বের হন জসিম। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পায়নি পরিবারের সদস্যরা। আজ সকালে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে জসিমের গলা কাটা মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে। ওসি আরো জানান, প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।