রিকশায় ঘুরলেন প্রধানমন্ত্রী, দিলেন ভাড়া

মাত্র ১০ মিনিটের পথ। রিকশাচালক টিপু সুলতান এতটুকু পথ নিয়ে ভাড়া পেলেন তিন হাজার টাকা! টাকাটা বড় কথা নয়। হয়তো ওই টাকার কথাও একদিন ভুলে যাবেন। কিন্তু ভুলবেন না ওই রিকশায় বসা যাত্রীর কথা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা!
আজ বৃহস্পতিবার নেত্রকোণায় বন্যাদুর্গত হাওর এলাকা পরিদর্শন করেন শেখ হাসিনা। খালিয়াজুরী উপজেলায় প্রধানমন্ত্রী খানিকক্ষণ রিকশায় চড়েন। প্রধানমন্ত্রীর রিকশা আরোহী হওয়ার ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
খালিয়াজুরী কলেজ মাঠে আয়োজিত সমাবেশে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুর্গত মানুষদের নিজ হাতে ত্রাণ বিতরণ করেন তিনি।
এর পরই প্রধানমন্ত্রী খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সে যান। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলা ডাকবাংলো পরিষদ খুব কাছেই। প্রধানমন্ত্রীর পরবর্তী গন্তব্য ছিল ওই ডাকবাংলো। ওই পথের জন্য প্রধানমন্ত্রীর যাতায়াতে ব্যবস্থা করা হয় রিকশার।
বেশ নতুন একটি রিকশা নিয়ে অপেক্ষা করছিলেন রিকশাচালক টিপু সুলতান (২৪)। তাঁর বাড়ি সদর উপজেলার দক্ষিণ বিশুহুরা গ্রামে।
রিকশাযাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিপুর খোঁজখবর নেন। টিপু নিজের ব্যাপারে জানান প্রধানমন্ত্রীকে। নবম শ্রেণি পর্যন্তই পড়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার হিসেবে তিন হাজার টাকা গ্রহণ করেন টিপু সুলতান।
নেত্রকোনার জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান জানান, ওই রিকশাটি নতুন। জেলা প্রশাসন ওই রিকশার ব্যবস্থা করে। প্রধানমন্ত্রীকে নেওয়া ওই রিকশা টিপু সুলতানকে দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।