দেশ আজ দুটি ধারায় বিভক্ত : পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সংসদ সদস্য (এমপি) নাজমুল হাসান পাপন বলেছেন, দেশ আজ দুটি ধারায় বিভক্ত। একটি স্বাধীনতার পক্ষের শক্তি, আরেকটি স্বাধীনতার বিপক্ষের। প্রত্যেক রাজনৈতিক দলকে নিশ্চিত করতে হবে তারা কোন ধারার।
আজ শনিবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাপন এসব কথা বলেন।
পাপন বলেন, ‘এবারের লড়াই হবে আমাদের শেষ লড়াই। হয় আমরা থাকব, না হয় স্বাধীনতাবিরোধীরা থাকবে। দুজন মিলে আর এ দেশে অবস্থান হবে না।’
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাপন বলেন, মানিকগঞ্জে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। এটি এখন সময়ের ব্যাপার মাত্র।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি এ এম নাঈমুর রহমান দুর্জয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটির সদস্য মুসা মিয়া, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আইনজীবী আবদুস সালাম, যুগ্ম সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, আ ফ ম সুলতানুল আজম খান আপেল প্রমুখ।
জেলার ১৬টি দল এই টুর্নামেন্টে অংশ নেয়। ফাইনাল খেলায় মানিকগঞ্জ খোকন একাডেমী ১-০ গোলে ঘিওর একাদশকে পরাজিত করে।