নেত্রকোনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

নেত্রকোনা জেলা শহরের প্রাণকেন্দ্র গৌরীপুর কাচারীর স্টাফ কোয়ার্টারে সরকারি কর্মকর্তা স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।
মৃত হাজেরা আক্তার হাসিনার (৩৬) বড় ভাই মির্জা ইশতিয়াক আহসান মুকুল এ অভিযোগ করেন। তিনি বলেন, নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত উচ্চমান সহকারী মো. সামছুল হকের সঙ্গে প্রায় ১০ বছর আগে তাঁর ছোট বোন হাসিনার বিয়ে হয়েছিল। তাঁদের সংসারে দুটি মেয়ে ও একটি ছেলেসন্তান রয়েছে।
মির্জা ইশতিয়াক বলেন, ‘এর আগেও সামছুল হক প্রাইমারি স্কুলের একজন প্রধান শিক্ষিকাকে বিয়ে করেছিলেন। তাঁর অত্যাচার নির্যাতন সইতে না পেরে আগের স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। এর পরই তিনি আমার বোনকে বিয়ে করেন। সম্প্রতি জেলা শহরে জায়গা রাখার জন্য আমার বোনকে বাবার বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা এনে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। টাকা না দেওয়ায় সামছুল হক আমার বোনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছেন।’
অপরদিকে, স্বামীর পরিবারের লোকজনের দাবি হাসিনার স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ব্যাপারে সামছুল হকের সঙ্গে বললে তিনি জানান, হাসিনা ভোর রাতে অসুস্থবোধ করলে হাসপাতালে নেওয়া হয় সেখানেই তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃত্যুর কারণ।