মুক্তাগাছায় ঝড়ে একজন নিহত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ঝড়ে একজন নিহত হয়েছেন।
গতকাল শনিবার রাতে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল মজিদ। তিনি উপজেলার পুকুরিয়া গ্রামের কছিমুদ্দিনের ছেলে।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলকার নাইন বলেন, রাতে ঝড়ের সময় আবদুল মজিদের ঘরের ওপর গাছ ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ইউএনও জানান, ঝড়ে মুক্তাগাছা উপজেলার তাড়াটি, ঘোগা, মানকোন, দুল্লা ও কাশিমপুরসহ পাঁচটি ইউনিয়নে দুই শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এ ছাড়া পাঁচ শতাধিক ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়। মহাসড়কের পাশে সহস্রাধিক গাছ উপড়ে গেছে। ক্ষতি হয়েছে বোরো ধানসহ অন্যান্য ফসলের।
জুলকার নাইনের ভাষ্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে দ্রুত ক্ষয়ক্ষতি নিরুপণ করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সকালে স্থানীয় সংসদ সদস্য (এমপি) সালাহ উদ্দিন মুক্তি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি নিহত ব্যক্তির পরিবারকে ১৫ হাজার টাকা দেন। ক্ষতিগ্রস্ত অন্য ব্যক্তিদের আরো ৩৫ হাজার টাকা অনুদান এবং ৩ বান্ডেল করে ঢেউটিন বিতরণ করা হয়।