ফেনীতে ছেলের হাতে বাবা খুন

ফেনীর ফুলগাজী উপজেলায় ছেলের হাতে বাবা খুন হয়েছেন। গতকাল শুক্রবার রাত দিবাগত ১২টার দিকে উপজেলার পূর্ব বসিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাওলানা আবদুল মালেক (৬৫)।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে বাবা আবদুল মালেকের সঙ্গে ছেলে আবদুল হালিমের বিরোধ চলে আসছিল। গতকাল রাতে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হালিম তাঁর বাবা আবদুল মালেককে ছুরিকাঘাত করেন। পরে পরিবারের লোকজন আবদুল মালেককে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে আবদুল হালিম পলাতক।
আজ দুপুরে ফেনী সদর হাসপাতালে আবদুল মালেকের লাশের ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।