খেলতে গিয়ে বোমা, ভাই নিহত বোন আহত

রাজধানীর লালবাগে বোমা বিস্ফোরণের ঘটনায় মিরাজ রহমান (৫) নামের এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে লালবাগ থানার কাজী রিয়াজুদ্দিন রোডের কেল্লারমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
বোমার আঘাতে আহত হয়েছে নিহত মিরাজের বড় বোন নেহা আক্তার (১১)। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালবাগ জোনের উপকমিশনার মফিজ আহম্মেদ জানান, স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টা ১৫ মিনিটে লালবাগের কেল্লার মোড়ে একটি একতলা ভবনের ছাদে বিকেলে খেলছিল দুই ভাইবোন নেহা ও মিরাজ। হঠাৎ বোমার বিস্ফোরণে গুরুতর আহত হয় দুই ভাইবোন। বিকেল ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর মিরাজকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে। তবে কে বা কারা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনার রহস্য জানার জন্য হতাহতদের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন মফিজ আহম্মেদ।
মিরাজ ও নেহার বাবা ইয়াকুব আলী জানান, লালবাগ কেল্লার মোড়ে তাঁদের বাসার পাশে একটি মসজিদ রয়েছে। হঠাৎ করে ওই মসজিদের আশপাশ থেকে কেউ একটি বোমা ছুড়ে মারে বলে তিনি ধারণা করছেন। ইয়াকুব আরো জানান, বিস্ফোরণের সময় তাঁর স্ত্রী শাহিদা বেগম ঘরে কাজ করছিলেন।