নেত্রকোনায় হাজং সমাবেশ ও দেউলি উৎসব

নেত্রকোনায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে আজ শুক্রবার দিনব্যাপী হাজং সমাবেশ ও দেউলি উৎসব অনুষ্ঠিত হয়।
একাডেমির কালচারাল কর্মকর্তা সুলোচনা সাংমার সঞ্চালনায় ‘সংসকিতিলা দুহারতে ঘুচুক অনাদর’ অর্থাৎ ‘সংস্কৃতির আলোয় ঘুচাক অন্ধকার’ স্লোগানকে সামনে রেখে হাজং সমাবেশ ও দেউলি উৎসবের উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির সভাপতি ড. মো. মুশফিকুর রহমান।
জেলা প্রশাসকের সভাপতিত্বে উৎসব উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আলাউদ্দিন আল আজাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমদাদুল হক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনূর রশীদ, জেলা পরিষদ সদস্য মো. সফিকুল ইসলাম, দুর্গাপুর পৌরসভার মেয়র আলহাজ মো. আবদুস সালাম, ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক শুভ্র চিরান, বাংলাদেশ হাজং সংগঠনের সভাপতি খগেন্দ্র হাজং, বাংলাদেশ কৃষক লীগ দুর্গাপুর উপজেলার সাধারণ সম্পাদক স্বপন হাজং, আদিবাসী গবেষক ও লেখক মনীন্দ্র নাথ মারাক, শিক্ষিকা স্বপ্না হাজং।
সভাশেষে হাজংদের ১০টি সাংস্কৃতিক দল প্রতিযোগিতা (লেওয়াটানা নৃত্য) এবং মহিষাসুর বধ ও রামমঙ্গল পালাগান অনুষ্ঠিত হয়।