নেত্রকোনায় শিক্ষককে পেটানোর প্রতিবাদে বিক্ষোভ

নেত্রকোনা সরকারি কলেজের পদার্থ বিঞ্জান বিভাগের শিক্ষক ওমর ফারুককে পিটিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ছোটবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অবুল কালাম আজাদ, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক বিধান মিত্র , শিক্ষক গোলাম মোস্তফা। মানববন্ধনে জেলার সবকয়টি কলেজের শিক্ষকরা অংশ নিয়ে একাত্মতা ঘোষণা করেন।
বক্তারা বলেন, কলেজের বিভাগে ঢুকে চিহ্নিত সন্ত্রাসীরা শিক্ষক ওমর ফারুককে বেদম পিটিয়েছে। তিনি এখন নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
গত ৩০ এপ্রিল দুপুরে কলেজে ঢুকে পিটিয়ে আহত করার ঘটনায় চারজনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা করেছেন আহত শিক্ষক ওমর ফারুক। এই মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।