ভটভটি থেকে নেমে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গায় এক স্কুলছাত্রীসহ দুজন নিহত হয়েছে। আজ সোমবার বিকেলে ভটভটি ও ইজিবাইকের ধাক্কায় নিহতের ঘটনা ঘটে।
নিহতরা হলো আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের শিয়ালমারী গ্রামের জহুরা খাতুন (৬৫) এবং সদর উপজেলার জালশুকা গ্রামের মাঠপাড়ার মিজানুর রহমানের মেয়ে ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মিশকাতুল খাতুন (১৩)।
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দীন জানান, আজ সোমবার বেলা ১১টার দিকে ডিঙ্গেদহ থেকে প্রাইভেট পড়ে মিশকাতুল ভটভটিতে চড়ে বাড়ি ফিরছিল। ভটভটি থেকে নেমে ভাড়া মেটানোর সময় অন্য একটি ইজিবাইক ধাক্কা দিলে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম জানান, বেলা ৩টার দিকে আলমডাঙ্গা থেকে একটি ভটভটিতে চড়ে জহুরা খাতুন গ্রামের বাড়িতে ফিরছিলেন। ভটভটিটি রোয়াকুলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে গেলে যাত্রী জহুরা খাতুন ঘটনাস্থলেই মারা যান।