ঝালকাঠিতে গৃহবধূ হত্যার বিচার দাবি

ঝালকাঠির নলছিটিতে গৃহবধূ মারুফা আক্তারের হত্যারকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ।
আজ রোববার বেলা ১১টার দিকে ঝালকাঠি শহরে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মারুফার সহপাঠী, শিক্ষক, স্থানীয় বাসিন্দা, পরিবার ও স্বজনরা অংশ নেয়।
মানববন্ধনে চলাকালে বক্তব্য দেন মারুফার মা শেফালী বেগম, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান।
মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, গত ১৭ এপ্রিল সন্ধ্যায় নলছিটির বহরমপুর গ্রামে স্বামীর বাড়িতে মারুফাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এর পর লাশ ঝালকাঠি সদর হাসপাতালে রেখে শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা করা হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
চার বছর আগে বহরমপুর গ্রামের সুলতান হাওলাদারের ছেলে সুমনের হাওলাদারের সঙ্গে মারুফার বিয়ে হয়। বিয়ের পর সৌদি আরব চলে যান সুমন। এর পর বিভিন্ন সময় শ্বশুরবাড়ির লোকজন মারুফাকে নির্যাতন করে আসছিল। গত ১৭ এপ্রিল সন্ধ্যায় মারুফাকে শ্বাসরোধে হত্যার পর হাসপাতালে নিয়ে আসে তাঁর শাশুড়ি নেহারু বেগম, দেবর রিপন ও জা। কর্তব্যরত চিকিৎসক মারুফাকে মৃত ঘোষণা করলে লাশ হাসপাতালে রেখেই তারা পালিয়ে যায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহমুদ জানান, মামলাটির তদন্ত চলছে। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।