নেত্রকোনায় দুই কৃষক খুন

নেত্রকোনার পূর্বধলা ও মদন উপজেলায় দুই কৃষক খুন হয়েছেন। তাঁরা হলেন মোক্তার উদ্দিন (৫৫) ও রানা বিশ্বাস (৩০)।
নিহত মোক্তার উদ্দিনের মেয়ের জামাই মো. আবুল কালাম জানান, পূর্বধলার নারান্দিয়া ইউনিয়নের হবিপুর গ্রামের প্রতিবেশী মোশাররফ গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে রাস্তায় বেড়া তৈরি করতে যান। এতে মোক্তার উদ্দিনের ছেলে খোরশেদ মিয়া বাধা দেন। এ সময় খোরশেদকে বাঁশ দিয়ে আঘাত করেন মোশাররফ। পরে ছেলেকে বাঁচাতে বাবা মোক্তার হোসেন এগিয়ে এলে তাকেও মাথায় আঘাত করেন মোশাররফ। এতে ঘটনাস্থলেই মোক্তার হোসেন নিহত হন। আহত খোরশেদ মিয়াকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান,খবর পেয়ে আজ সোমবার সকালে পূর্বধলা থানাধীন শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে লাশ পাঠানো হয়েছে।
অপরদিকে মদন উপজেলার গবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী গ্রামের কৃষক রানা বিশ্বাসকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দৃর্বত্তরা। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কদমশ্রী গ্রামের কৃষক রানা বিশ্বাস রোববার রাতে বাড়ির কাছেই ধান শুকানোর জায়গায় পাহারা দিতে যান। রাতে আর তিনি বাড়িতে ফেরেননি। আজ সকালে ওই এলাকার লোকজন রানার মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পুলিশ এসে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মদন থানার ওসি মাজেদুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।