টাঙ্গাইলের ৯টি ইউপিতে আ. লীগ ৬, বিএনপি ১

টাঙ্গাইলের তিনটি উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৬টিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। আজ রোববার এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সখীপুরে দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন, ৩ নং গজারিয়া ইউনিয়নে আব্দুল মান্নান মিয়া এবং ৭ নং দাড়িয়াপুর ইউনিয়নে আনছার আলী আসিফ।
মির্জাপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩টি আওয়ামী লীগ, একটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন, লতিফপুর ইউনিয়নে আওয়ামী লীগের জাকির হোসেন, ভাওরা ইউনিয়নে আওয়ামী লীগের আমজাদ হোসেন, আজগনা ইউনিয়নে আওয়ামী লীগের রফিকুল ইসলাম, ফতেপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রৌফ ও তরফপুর ইউনিয়নে বিএনপির সাইদ আনোয়ার। অপরদিকে বহুরিয়া ইউনিয়নে এখনো ভোট গণনা চলছে।
এদিকে গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এম হোসেন আলী বিজয়ী হয়েছেন।