বন্যাদুর্গতদের পাশে দাঁড়ান : মির্জা ফখরুল

নেত্রকোনায় বন্যাদুর্গতদের সাহায্য করার জন্য নিজের দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমি বিএনপি নেতাকর্মীদের প্রতি অনুরোধ করছি সবাই বন্যাদুর্গতদের পাশে দাঁড়াবেন।’
আজ নেত্রকোনার ছোটবাজারে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত কর্মী সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম। সংক্ষিপ্ত কর্মী সমাবেশ শেষে মির্জা ফখরুল মোহনগঞ্জ ও খালিয়াজুরীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন।
কর্মী সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘সারা বাংলাদেশে এমন কোনো বিএনপির নেতাকর্মী নাই, যাদের বিরুদ্ধে মামলা হয়নি। আমাদের লেখার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘সমস্ত মানুষ আমাদের সঙ্গে আছে। ঐক্যবদ্ধ হয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের জন্য প্রস্তুতি নেবেন।’
জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির নেতা আবু তাহের তালুকদারসহ অন্যরা।
মির্জা ফখরুলের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানীসহ কেন্দ্রীয় নেতারা।