ঈশ্বরগঞ্জে আ. লীগের দুই পক্ষে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ১৪৪ ধারা চলছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ১৪৪ ধারা শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিতু মরিয়ম সকাল ৮টায় মাইকিং করে ১৪৪ ধারা জারি করেন। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলার চরনিখলা স্কুল মাঠে আজ বেলা ২টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য এম এ ছাত্তারের সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু কোন্দল ও গ্রুপিংয়ের কারণে সংবর্ধনার পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ চলে আসছিল দুদিন থেকে। এ নিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়।
গতকাল সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তে সংবর্ধনা অনুষ্ঠান স্থগিতের চিঠি আসে। এরপর পৌর আওয়ামী লীগ সংবর্ধনা স্থগিত করলেও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একই মঞ্চে সংবর্ধনা অনুষ্ঠানের ঘোষণা দিলে ফের উত্তেজনা শুরু হয়।
ইউএনও মিতু মরিয়ম সাংবাদিকদের জানান, দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পৌর সদরসহ তিন কিলোমিটারের মধ্যবর্তী স্থানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জারি করা ১৪৪ ধারা বলবৎ থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমানের বিশেষ অতিথি এবং কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের একাধিক নেতার থাকার কথা ছিল।