মাছ ব্যবসায়ী হত্যার দায়ে চা দোকানিকে মৃত্যুদণ্ড

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক মাছ ব্যবসায়ীকে হত্যার দায়ে এক চা দোকানিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ রাশেদুজ্জামান রাজা এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় চায়ের দোকানি সুরজ্জামান আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) জি এম খান পাঠান বিমল মামলার নথির বরাত দিয়ে জানান, ২০১৫ সালের ২৪ অক্টোবর বিকল মাকান্দার পশ্চিম বাজারের মাছ ব্যবসায়ী ভজন দাস (২৪) পাশের গোজার বিলে গিয়ে আর ফিরে আসেননি। এরপর তাঁর বাবা কলমাকান্দা থানায় নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি করেন।
পিপি আরো জানান, ভজন দাস নিখোঁজের পাঁচদিন স্থানীয়রা গোজার বিলে বস্তাবন্দি লাশ পায়। পরে পুলিশ সেখান থেকে মাথাবিহীন লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধারের পর ভজনের জামা দেখে তাঁর লাশ শনাক্ত করেন পরিবারের সদস্যরা। লাশ উদ্ধারের দুই ঘণ্টা পর অন্য স্থান থেকে ভজনের খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ।
পুলিশ তদন্ত শেষে মামলাটিতে একই এলাকার রাজু মিয়ার ছেলে চায়ের দোকানি সুরজ্জামানের বিরুদ্ধে ২০১৬ সালের ২০ মে অভিযোগপত্র দেয়। আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামি সুরজ্জামানকে আজ মৃত্যুদণ্ডাদেশ দেন।
মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন পীযূষ কান্তি সরকার।