মান্নার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৪ মে

রাষ্ট্রদ্রোহ ও উসকানির অভিযোগে করা দুই মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৪ মে দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এই দিন ধার্য করেন।
ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আজ দুই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন করে দিন ঠিক করেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালে রাজনৈতিক সংকট নিরসনে মান্নার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির টেলিফোনে কথা বলা হয়। ওই কথোপকথনের দুটি অডিও ক্লিপ প্রকাশ হওয়ার পর ‘নিখোঁজ’ হন মান্না। পরে রাষ্ট্রদ্রোহের দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে রিমান্ডে নেয় পুলিশ। এর পরই সেনা বিদ্রোহে উসকানি দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারিতে একটি মামলা করা হয়।
২০১৪ সালের ৫ মার্চ সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মাহমুদুর রহমান মান্না এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের আরেকটি মামলা হয়।