বিকল্পধারা তৈরির চেষ্টা করা হবে : মান্না

গণতন্ত্র বিনির্মাণে আগামীতে তৃতীয় শক্তি গড়ে তোলার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন কারাগার থেকে সম্প্রতি মুক্তি পাওয়া নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মান্না এ মন্তব্য করেন। এ সময় তাঁর মুক্তিতে সরকারের পক্ষ থেকে সহযোগিতার বার্তা পেয়েছিলেন বলে দাবি করেন তিনি।
দীর্ঘ ২২ মাস পর কারাগার থেকে সম্প্রতি জামিনে মুক্তি পান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তখন তাঁকে দেখতে হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের সঙ্গে কুশল বিনিময়ের প্রসঙ্গে কথা বলেন মাহমুদুর রহমান মান্না।
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে আমার সম্পর্কের কিছু বিশেষ দিক আছে। কথা প্রসঙ্গে এটা উনি বলেছেন যে মুক্তির ব্যাপারে নেত্রী তাঁকে একটা বক্তব্য দিয়েছেন। আরো কথা বলেছেন যে, মুক্তির ব্যাপারে তাঁদের কোনো ইয়ে ছিল না। সহযোগিতাই করতে চেয়েছেন, এটা বলেছেন। আমি কোনো মন্তব্য করিনি। গভর্নমেন্টের পক্ষে যাঁরা অ্যাপয়েন্টেড আছেন, তাঁরা তো টু দি লাস্ট অপোজ (শেষ পর্যন্ত বিরোধিতা) করেছেন। কিন্তু আমি এটা বলিনি, উনি তাতে বিব্রত হবেন, এই কথা বলেছি। বাট দেয়ার ওয়াজ এ গুড জেসচার, আই অ্যাম হ্যাপি।’
মান্না আরো বলেন, ‘আমরা বলেছি যে, দুটো বড় দল যেটা চালাচ্ছে দেশ এখন পর্যন্ত। তারা জনগণের ন্যায্য অধিকার যে প্রতিষ্ঠা করতে পারছে বা তার জন্য লড়াই করছে, তার চেষ্টা করছে, এ রকম মনে করি না আমরা। অতএব, আমরা একটা অলটারনেটিভ কারেন্ট (বিকল্পধারা) তৈরির চেষ্টা করছি।’
নির্বাচন কমিশন গঠন ও আগামী নির্বাচন প্রক্রিয়া নিয়ে দলের অবস্থান জানানোর পাশাপাশি এ সময় মান্না কথা বলেন নাগরিক ঐক্যের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে। এ ছাড়া নিজে অসুস্থ জানিয়ে উন্নত চিকিৎসার স্বার্থে এ সময় পাসপোর্ট ফেরত দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।
ঢাকা মহানগর পুলিশ জানায়, সশস্ত্র বাহিনীকে বিদ্রোহে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় গত বছর ২৩ ফেব্রুয়ারি রাজধানীর ধানমণ্ডি থেকে মাহমুদুর রহমান মান্নাকে গ্রেপ্তার করা হয়। তবে স্বজনরা জানান, এর আগের দিন থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
গত ১৮ ডিসেম্বর কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মান্না মুক্তি পান।