মামা বাড়িতে গিয়ে পুকুরে গেল প্রাণ

ময়মনসিংহ শহরতলির আজমতপুর গ্রামে পানিতে ডুবে জুলুফা আক্তার নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। পুরোনো ছবি
ময়মনসিংহ শহরতলির আজমতপুর গ্রামে পুকুরে ডুবে জুলুফা আক্তার (৮) নামে এক স্কুলশিশু নিহত হয়েছে।
আজ শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।
জুলুফা শহরের জামতলা মসজিদ এলাকার বাসিন্দা হাফেজ এহসান আলীর মেয়ে। সে স্থানীয় মডেল কিন্ডারগার্টেন স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
জুলুফার মামা আলোকচিত্র সাংবাদিক এমডি কামাল জানান, আজ সকালে জুলুফা তার বড় মামা আবদুল হকের সঙ্গে আজমতপুরে মামার বাড়ি বেড়াতে যায়। সেখানে পুকুরে গোসল করতে নেমে আর উঠে আসেনি। পরে খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে নেমে জাল ও বাঁশ ফেলে জুলুফার লাশ উদ্ধার করে স্বজনরা। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।