জঙ্গি সন্দেহে গ্রেপ্তার আল আমীন ছাত্রলীগের কেউ নয়

ময়মনসিংহ শহরে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার আল আমীন (২৫) ছাত্রলীগের কেউ নয় বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করে জেলা ছাত্রলীগ।
এর আগে গত সোমবার দুপুরে জেলার ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহসভাপতি আল আমিনসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের ময়মনসিংহ শহরের কালীবাড়ী সড়কে আওয়ামী লীগের নেতা প্রয়াত আইনজীবী আনোয়ারুল কাদিরের ছেলে আইনজীবী আসিফ আনোয়ার মুরাদের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রাকিব। এ সময় উপস্থিত ছিলেন ধেবাবউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আবদুল বারেক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের জেলা সভাপতি জাহানুল করিম শিমুল।
সংবাদ প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলার অনুরোধ জানিয়ে ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম বলেন, জঙ্গিদের সঙ্গে গ্রেপ্তার আল আমীন ছাত্রলীগের কেউ নয়। জঙ্গি সংশ্লিষ্টতা নিয়ে ছাত্রলীগকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় সংগঠনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাত্রলীগের কেউ জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত হলে সংগঠনের কেউ এর দায় নেবে না।