ইউডার সিএমএস বিভাগের ফল উৎসব

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (সিএমএস) বিভাগের আয়োজনে উদযাপন করা হলো ‘ফল উৎসব-২০১৫’। গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডির সাতমসজিদ রোডে সিএমএস বিভাগের মিলনায়তনে আম, কাঁঠাল, লিচু, আনারস, কামরাঙা, পেয়ারা, লটকনসহ বিভিন্ন পদের রসালো ও বাহারি ফল দিয়ে পালন করা হয় এ উৎসব।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফফাত কায়েস চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফল উৎসবের উদ্বোধন করেন। সিএমএস বিভাগের সমন্বয়ক (শিক্ষা) এম মাহবুব আলমের সভাপতিত্বে উৎসবে আরো উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার ফয়জুন নাহার, বিভাগের সমন্বয়ক (প্রশাসন) ড. মফিদুল আলম খান, সহযোগী অধ্যাপক নূর মহল শারমিন, প্রভাষক ইমরান হাসান, শাহিনুল হক, মোহাম্মদ ইয়াসিন ও বারেক হোসাইন।
এ ছাড়া বিভাগের সাবেক শিক্ষকদের মধ্যে শেখ শফিউল আলম, মাহমুদা খান কাকলী, রফিকুজ্জামান রুমানসহ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।