নেত্রকোনায় বিদ্যুৎপৃষ্টে হয়ে স্কুলছাত্রের মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম আরিফ। সে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের দুবাইপ্রবাসী আল আমিনের ছেলে। সে কৃষ্ণপুর এএপি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ত।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ মঙ্গলবার দুপুরে আরিফসহ কয়েকজন গ্রামের পাশের সুরমার মেলার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পথে দেরাকান্দা নামক স্থানে পল্লী বিদ্যুতের একটি খুঁটি মাটি ছুঁই ছুঁই অবস্থায় পড়ে থাকতে দেখে আরিফ। কৌতূহলবশত সে খুঁটির তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তার হাত, মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।