ডিসির বাসভবনকে পাখির অভয়ারণ্য ঘোষণা

পরিবেশের ভারসাম্য রক্ষা ও পাখি হত্যা বন্ধে নেত্রকোনা জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনকে পাখির অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার ‘প্রকৃতি বাঁচাও আন্দোলন’ নামের একটি সংগঠনের উদ্যোগে এ ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটির সভাপতি তানভীর জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন খানের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সভায় অভয়ারণ্যের উদ্বোধন করেন ডিসি মো. মুশফিকুর রহমান।
সভায় আরো বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি দেব শংকর সাহা রায়, শিকড় উন্নয়ন কর্মসূচির সম্পাদক জিয়াউর রহমান খোকন, প্রকৃতি বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক এনামুল হক পলাশ প্রমুখ।
সভায় বক্তারা শীতের অতিথি পাখিসহ সব প্রজাতির পাখি হত্যা বন্ধে মানুষের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। পরে ডিসি দেশীয় বিরল প্রজাতির ঘুঘু পাখি অবমুক্ত করে নিজ বাড়িকে পাখির অভয়ারণ্য ঘোষণা করেন।