মোটরসাইকেল থেকে পড়ে নারী ইউপি সদস্য নিহত

নেত্রকোনার মদন উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে এক নারী ইউপি সদস্য নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম জোৎস্না আক্তার (৪৫)। তিনি উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, জোৎস্না আক্তার বৃহস্পতিবার রাতে ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে নেত্রকোনা থেকে বাড়ি ফিরছিলেন। পথে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালী বিন্নি ব্রিজে ওঠার সময় তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।