নেত্রকোনায় ভূমি বিষয়ক আলোচনা

ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে স্বচ্ছ ধারনায় নেত্রকোনা সদর ভূমি অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ্ আলম মুকুল ভূমি অফিস পরিদর্শন করে কর্মরত সকলকে নিয়ে এ আলোচনা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মুকুল ভূমি বিষয়ক জটিলতা, সমস্যা সমাধানে করণীয় সম্পর্কে ভূমি অফিসে আগত সকলকে ধারনা দেয়ার পাশাপাশি সহকারী কমিশনারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) পূর্ণেন্দু দেব, সহকারী কমিশনার মো. রাশেদুল ইসলাম, সাঈদা পারভীন, সুজন চন্দ্র রায়, আতিকুল ইসলাম, মমতা আফরিন, রাবেয়া আক্তার, হুমায়ুন রশীদসহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী এসময় উপস্থিত ছিলেন।