মোদিকে প্রতিশ্রুতি দিয়েছেন খালেদা : বাণিজ্যমন্ত্রী

ভারত বিরোধিতা করবেন না-এ প্রতিশ্রুতি দিয়েই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সেই সঙ্গে মোদির সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ যাতে না হয়, এ ধরনের চেষ্টাও সরকার করেনি বলে দাবি করেছেন তিনি।
আজ সোমবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে তাঁর নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তোফায়েল আহমেদ।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘জিয়াউর রহমান ভারতের বিরোধিতা করার জন্যই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। জিয়াউর রহমানের পর খালেদা জিয়া ভারতবিরোধী রাজনীতি শুরু করেন।’
মন্ত্রী বলেন, ‘এর আগে খালেদা জিয়া ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকালে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেননি।’ তিনি বলেন, ‘বিএনপির জন্ম এ দেশে মৌলবাদকে প্রতিষ্ঠা করা। এ কাজটি জিয়াউর রহমান করে গেছেন, এখন খালেদা জিয়া এ কাজ করছেন।’
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে, রমজানে দাম বাড়বে না। বাজারকে স্থিতিশীল রাখার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে।’
এ সময় ভারতের পণ্যবাহী গাড়ি এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাওয়ার সময় ট্রানজিট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করার ক্ষেত্রে টোল ব্যবস্থা কেমন হবে এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রটোকল ও আমাদের দেশের নিজস্ব আইন অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’