নেত্রকোনায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নেত্রকোনা ক্রীড়া অফিসের উদ্যোগে কেন্দুয়া উপজেলার রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে বালকদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে এ খেলার আয়োজন করা হয়।
আজ সোমবার দুপুরে চূড়ান্ত পর্বে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোতাসিমুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন কেন্দুয়ার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, কেন্দুয়া আশুজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা আবদুল বারী, রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার খানমসহ এলাকার অন্য ব্যক্তিরা।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবদুল বারী জানান, চূড়ান্ত খেলায় জনতা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করে শরীরকে সুস্থ রাখাসহ মাদক ও অন্য নেশা থেকে দূরে থাকার জন্য এই খেলার বিকল্প নেই।