নেশার টাকা না পেয়ে মা ও প্রতিবেশীকে কুপিয়ে হত্যা!

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় মাসহ দুজনকে এক যুবক কুপিয়ে হত্যা করেছে বলে জানা গেছে।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মধুপুরের আউশনারা ইউনিয়নের কৈয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন মিনারা (৪৮) ও তাঁর প্রতিবেশী আকবর আলী (৫২)।
পুলিশ এ ঘটনায় মিরাজ (২৮) নামের ওই যুবককে আটক করেছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মিনারার ছেলে মিরাজ একজন মাদকাসক্ত। সকালে মায়ের কাছে নেশার টাকা চায় সে। টাকা না দেওয়ায় মাকে দা দিয়ে কোপাতে শুরু করে। এ সময় প্রতিবেশী আকবর বাধা দিতে এলে তাঁকেও কোপাতে শুরু করে মিরাজ। এতে ঘটনাস্থলেই মিনারা ও আকবরের মৃত্যু হয়। এ সময় মিরাজ দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন।
প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শী জয়নাল আবেদিন জানান, ছেলেটা বেশ কিছুদিন ধরেই নানা ধরনের নেশায় আসক্ত হয়ে পড়ে। সকালে তিনি চিৎকার শুনে ওই বাড়িতে যান। গিয়ে দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর মিরাজ পালানোর চেষ্টা করলে তিনিসহ কয়েকজন মিলে মিরাজকে ধরেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ দুটি পাঠানো হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় মিরাজকে আটক করা হয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা আলী ও বড় ভাই আলামিনকে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।