নেত্রকোনায় কাবাডি প্রতিযোগিতায় সদর থানা চ্যাম্পিয়ন

নেত্রকোনায় স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আজ শনিবার দুপুরে পুলিশ লাইন্স মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে নেত্রকোনা সদর ও দুর্গাপুর থানার পুলিশ। খেলায় ৪০ পয়েন্ট নিয়ে নেত্রকোনা সদর থানার পুলিশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর আনার আপ দল দুর্গাপুর থানা পুলিশ পেয়েছে ২৮ পয়েন্ট।
পরে জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি পুলিশ সুপার জয়দেব চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শামিম খান টিটু, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সাইদুর রহমান, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মুখলেছুর রহমান। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।