হাঁস-মুরগি খেতে এসে ধরা পড়ল মেছোবাঘ

নেত্রকোনার সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে এক খামারির ফাঁদে একটি মেছোবাঘ ধরা পড়েছে। আজ শনিবার দুপুরের দিকে ওই খামার থেকে বাঘটিকে উদ্ধার করে পুলিশ।
গ্রামের খামারি আবদুল আহাদ এবং সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লাল মিয়া জানান, পাঁচ-ছয় মাস ধরে আবদুল আহাদের খামারের হাঁস-মুরগি নিখোঁজ হচ্ছিল। পরে বিষয়টি নিয়ে তল্লাশি চালালে ওই খামারের আশপাশে ও জঙ্গলের ভেতরে হাঁস-মুরগির পালকসহ হাড়গোড় পাওয়া যায়। শুক্রবার হাঁসের খামারের পাশে লোহার তৈরি একটি খাঁচার ফাঁদ বানানো হয়। রাতে একটি হাঁস ধরতে এসে মেছোবাঘটি ফাঁদে ধরা পড়ে। মেছোবাঘটি দেখতে শত শত লোক ভিড় জমায় আহাদ মিয়ার বাড়িতে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেছোবাঘটিকে বন অধিদপ্তরের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।