পুলিশের ওপর হামলার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ছাত্রদলের সমাবেশে পুলিশের বাধা এবং পরবর্তী সময়ে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।
গত্কাল বুধবার গভীর রাতে উপজেলার চিরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম খান জরিপকে গ্রেপ্তার করা হয়। তিনি চিরাং ইউনিয়নের বিএনপিরও সভাপতি।
আজ বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) স্বপন চন্দ্র সরকার জানান, ময়মনসিংহের সানকিপাড়া এলাকার একটি বাসা থেকে চেয়ারম্যান জরিপকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দায়ের করায় মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। বিকেলে তাঁকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
এ নিয়ে এ ঘটনায় দায়ের করায় মামলায় ৭১ জন বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামায়াত-শিবিরের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
কেন্দুয়া পৌর শহরের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত ২৪ ফেব্রুয়ারি ছাত্রদলের কর্মী সমাবেশ হচ্ছিল। এ সময় অনুমতি না থাকার অভিযোগ তুলে পুলিশ তাতে বাধা দেয়। পরে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন পুলিশের সদস্য ও ছাত্রদল নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) গোপাল কৃষ্ণ দাস বাদী হয়ে ২৫ ফেব্রুয়ারি বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামায়াত-শিবিরের ২৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন।